যশোর : যশোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলায় ৯৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
যশোর পুলিশের কন্ট্রোল রুম থেকে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার ৯ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে জামায়াতের দুই কর্মী রয়েছে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।