
নিজস্ব প্রতিবেদক, যশোর : নিহতরা হলেন- শহরের শেখহাটি জামরুলতলা এলাকায় আমিনুর রহমানের ছেলে লিটন হোসেন (২৬) ও শহরের নীলগঞ্জ সাহাপাড়ার জাকির হোসেনের ছেলে রাকিব হাসান।
লিটনের মা জোসনা বেগম বলেন, ‘‘এলাকার আল আমিনের ছেলে সুমনের সঙ্গে আমার ছেলে লিটনের শত্রুতা ছিল। সুমন আমার ছেলেকে খুন করবে বলে হুমকি দিয়েছিল। রাতে লিটন বাসা থেকে বের হয়ে পাশেই জামরুলতলা মোড়ে যায়। এ সময় সুমন তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরি মারে। লিটনের চিৎকার শুনে আমরা বাসা থেকে বের হয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’’
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমল হুদা জানান, নিহত লিটন মুদি ব্যবসায়ী। রোববার রাতে শহরের শেখহাটি জামরুলতলা এলাকায় ছুরিকাহত হন। মেয়েলি ঘটনা, টাকা পয়সা ও মাদক নিয়ে ওই এলাকার লিটনের সঙ্গে সুমনের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে তাকে ছুরি মারে। এতে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সকালে তাকে খুলনায় স্থানান্তর করেন চিকিৎসকরা। খুলনায় নেওয়ার পথে লিটন মারা যায়।
এদিকে, ছুরিকাঘাতে আহত চিকিৎসাধীন কলেজ ছাত্র রাকিব হাসান মারা গেছে। তিনি সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার রাতে শহরের লীলগঞ্জ ব্রিজের ওপর তাকে ছুরিকাঘাত করা হয়। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে তিনি মারা যান।