
নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে প্রতিপক্ষের গুলিতে সুমন হোসেন নামে এক যুবক খুন হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের খালধার রোডে এ ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন (২০) ওই এলাকার আবদুল হানিফের ছেলে।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, শহরের খালধার রোডে আধিপত্য বিস্তার নিয়ে কোন্দলে প্রতিপক্ষের গুলিতে সুমন হোসেন (২০) নামে ওই যুবক খুন হয়েছে।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ জানান, বুকের বাম পাশে গুলিবিদ্ধ অবস্থায় সুমন হোসেনকে শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।