
নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে বিশেষ অভিযান চালিয়ে ৭৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ করা হয়।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৯ থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ সময় বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ করা হয়।