যশোরে রকেট লাঞ্চার, গ্রেনেড ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে মাটির নিচ থেকে একটি রকেট লাঞ্চার, একটি গ্রেনেড ও ২৭৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে সদর উপজেলার কামালপুর গ্রামের একটি মাঠ থেকে এগুলো উদ্ধার করা হয়।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, সদর উপজেলার কামালপুর গ্রামের এক কৃষক সকালে মাঠে মাটি খুঁড়ছিল। এ সময় তিনি মাটির নিচ একটি রকেট লাঞ্চার, একটি গ্রেনেড ও ২৭৯ রাউন্ড গুলি দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করে।