যশোর : যশোরে স্ত্রী হত্যার দায়ে হেলাল উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
মত্যুদণ্ডের পাশাপাশি হেলালকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে যশোরের স্পেশাল জজ নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। হেলাল উদ্দিন বগুড়া সদর উপজেলার শিকারপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
স্পেশাল জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম বদরুজ্জামান পলাশ জানান, ২০০১ সালের ১৪ জুন দিবাগত রাতে হেলাল উদ্দিন তার দ্বিতীয় স্ত্রী রূপালীকে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেন।এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানা করেন।