
নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে সড়ক দুর্ঘটনায় হাসান আলী নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে তিনি নিহত হন।
নিহত হাসান আলী জেলার মণিরামপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের নিছার আলীর ছেলে।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমল হুদা জানান, সকাল ১০টার দিকে হাসান আলী ব্যবসার কাজে রাজারহাট বাজারে আসেন। সেখানে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে কোতয়ালি থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।