যশোরে ১০ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, শাল চাদর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে অভিযান চালিয়ে ১০ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, শাল চাদর ও থান কাপড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি)।

মঙ্গলবার সকালে সদর উপজেলার নতুনহাট, কেশবপুরের মধুসূদন দত্ত গেট ও মণিরামপুরের কালিরবাজার থেকে এ সব মালামাল উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।