যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।

শনিবার দুপুরে যশোর-বেনাপোল সড়কের গাজীর দরগাহ ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- যশোরের ঝিকরগাছা এলাকার শেখ সুমন ও বেনাপোলের কাগজ পুকুর এলাকার কামরুল ইসলাম।

যশোর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীর দরগাহ ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক জব্দ করা হয়। এ সময় ট্রাকের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তখন দুইজনকে আটক করা হয়। ইয়াবাগুলো চট্টগ্রাম থেকে যশোরের বেনাপোল আনা হচ্ছিল।