
জেলা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্তের দিঘিরপাড়া গ্রাম থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ সোফিয়া খাতুন (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রোববার (৬ অক্টোবর) সকালে তাকে আটক করা হয়। সোফিয়া ওই গ্রামের আবু বক্করের স্ত্রী বলে জানা গেছে।
বেনাপোল পোর্টথানা উপ-পরিদর্শক (এসআই) পিন্টু লাল দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই গ্রামে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ সোফিয়াকে আটক করা হয়। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।