
নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার গোদনাল গ্রামের সুরুজ আলীর ছেলে নূর হোসেন (৩০), যশোরের ঝিকরগাছা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩১)।
যশোরে ডিবি ওসি ইমাউল হক বলেন, রাতে শহরের চাঁচড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে নূর হোসেন নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর সদর উপজেলার হালসা বাজার এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে আটকের পর তল্লাশি করে আরো ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছে।