যশোর বেনাপোলের অাতংকের আর এক নাম এস,অাই মিজান

যশোর জেলা প্রতিনিধিঃ বেনাপোল পোর্ট থানার সাধারন মানুষের এক আতংকের নাম এসআই মিজান। এলাকার সাধারন নিরীহ মানুষের মধ্যে দেখা দিয়েছে এক ধরনের আতংক। তার নাম শুনলেই মানুষের গা শিউরে উঠে এই বুঝি আসলো এসআই মিজান। বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় এলাকার সাধারন মানুষের পকেটে মাদক দিয়ে ব্লাকমেইলিং ও মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ীকে মোটা অংকের অর্থের বিনিময় ছেড়ে দেয়া অভিযোগ উঠেছে। ২০ সেপ্টেম্বব বৃহস্পতিবার রাত (৮ঃ২০) মিনিটে মোঃ চঞ্চল ও মজনুর পকেটে মাদক দিয়ে চাহিদা মতো ৪৯ হাজার টাকা নিয়ে ছেড়ে দেন এসআই মিজান। এ বিষয় অনুসন্ধান করতে গেলে এযেন সরিষার ভিতর ভুত বেরিয়ে আসলো। গত ১১ সেপ্টেম্বর হাফিজুর নামের এক সাধারন মানুষকে তাকে দার করিয়ে পকেটে গাজা দিয়ে হ্যানকাপ পরিয়ে ৪ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়। এছাড়া এখন থেকে এক মাস আগে ১৭ই আগষ্ট শুক্রবার সকালে একশত ইয়াবাসহ জহির নামের এক মাদক ব্যবসায়ীকে পোড়াবাড়ী নারানপুর মাঠপাড়া গ্রাম থেকে গ্রেফতার করে ৭০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়া সহ অসংখ্য অভিযোগের পাহাড় রয়েছে তার বিরুদ্ধে। তাছাড়া বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত মোটা অংকের টাকা মাসোহারা আদায় করার অভিযোগ রয়েছে এসআই মিজানের বিরুদ্ধে। নাম প্রকাশ না করার শর্তে বেনাপোলে দিঘীরপাড়ের এক আওয়ামীলী নেতা জানান,কিছু অসৎ পুলিশ অফিসারের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে। যাথাযথ কর্তৃপক্ষের কাছে বেনাপোলের সাধারন মানুষের দাবি,এ ধরনের পুলিশ অফিসারদের থানা থেকে প্রতাহার করা উচিত । এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই মিজানের সাথে কথা হলে তিনি এ সব কিছু অস্বীকার করেন।এ বিষয়ে এলাকাবাসী জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছে।