যাজক পেলেন পাঁচ কোটি ডলারের হীরা

আন্তর্জাতিক ডেস্ক : সিয়েরা লিয়নে কর্মরত এক খ্রিষ্টান যাজক প্রায় পাঁচ কোটি ডলার মূল্যের একটি হীরা উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে ৭০৬ ক্যারটের ওই হীরাটি বিশ্বের ১০তম বৃহৎ হীরা।

সিয়েরা লিয়নের পূর্বে কোনো অঞ্চলে কাজ করতেন ইমানুয়েল মোমোহ নামের ওই যাজক। তিনি খনিতে কাজ করার সময় ওই হীরাটি পান। তবে হীরাটি তিনি সিয়েরা লিয়নের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেননি। বরং তিনি এটি দেশটির প্রেসিডেন্ট আর্নেস্ট বাই কোরোমার কাছে বুধবার হস্তান্তর করেছেন।

সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দাম যাচাইয়ের পর হীরাটি স্বচ্ছ প্রক্রিয়ায় নিলামে তোলা হবে। বিক্রির পর মোমোহ তার দামের অংশ পাবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, এই হীরাটি বিশ্বের ১০তম বৃহৎ হীরা। এর দাম প্রায় পাঁচ কোটি ডলার হতে পারে।