যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে যাত্রাবাড়ী থানার ছনটেক এলাকায় এ ঘটনা ঘটে। জাহিদুল স্থানীয় একটি ফ্যান প্রস্তুতকারক প্রতিষ্ঠানে চাকরি করত। তার বাড়ি পটুয়াখালির গলাচিপা উপজেলায়।

জাহিদুলের চাচাতো ভাই মো. আইয়ুব জানান, শুক্রবার রাত ১০টার দিকে অজ্ঞাত তিন-চার যুবক এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।