
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃতরা হলেন হাবিবুর রহমান ও সেলিম রেজা। সোমবার সকালে যাত্রাবাড়ীতে এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো জোনের সহকারী পরিচালক খোরশেদ আলম খবরটি নিশ্চিত করেছেন।