
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার সামাদ নগরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার সকাল ১১টা ২২মিনিটে সামাদ নগরে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের পাশে বাটা নামের ওই করাখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।
তিনি বলেন, যে কারখানায় আগুন লেগেছে সেটি বাটা জুতার সরবরাহকারী প্রতিষ্ঠান। সেখানে প্রায় অর্ধশতাধিক শ্রমিক কাজ করছিলেন। আগুন দেখার পর পরই শ্রমিকরা দৌড়ে কারখানা থেকে বের হয়ে যান। আমাদের ধারণা ভেতরে কেউ আটকা পড়েনি।
‘আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ডাম্পিং শেষে ক্ষতির পরিমাণ নিরুপণ করা হবে’, জানান মিজানুর।