যাত্রাবাড়ী থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থেকে শতাব্দি বর্মন (২৩) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে নিহতের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, ‘উত্তর যাত্রাবাড়ী ২৬/ডি বিবির বাগিচায় ওই যুবক থাকতেন। বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। ওই যুবক স্থানীয় একটি কলেজে অর্নাস ৩য় বর্ষে পড়াশোনা করতেন।’

নিহতের স্বজনেরা জানান, মঙ্গলবার সকালে গলায় ফাঁস দিলে পরে তিনি অচেতন অবস্থায় পড়ে থাকেন।