নিজস্ব প্রতিবেদক : যাত্রাবাড়ী থানা এলাকা থেকে সাইদুর রহমান লিটন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার যাত্রাবাড়ীর কমিশনার রোড থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। তার পকেটে পাওয়া কাগজ থেকে নাম জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।