নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থেকে ডাকাতির চেষ্টাকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন হাফিজুর রহমান টুটু ওরফে টুটুল, মো. শাজাহান, হাফিজ ও মো. আজিজ।
বৃহস্পতিবার সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপির উপকমিশনার মো. মাসুদুর রহমান রাইজিংবিডিকে বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।