যাত্রাবাড়ী থেকে ৬ জন প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ এলাকা থেকে ৬ জন প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার বিকেলে র‌্যাব-১০ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে মীরহাজীরবাগে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার করা হয় ইনামুল শেখ, আফজাল শেখ, শহিদুল ইসলাম, লিটন মিয়া ওরফে লিটু, জয়নাল হাওলাদার ও জুবায়ের মাহমুদকে। গ্রেপ্তারকৃতরা অনেকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছিল।

র‌্যাব জানায়, এ চক্রের সদস্যরা কিছুদিনের জন্য কোনো একটি বস্তি এলাকায় ঘর ভাড়া নেয়। তারপর সেখানকার আশপাশের রিকশা গ্যারেজ থেকে রিকশা দিন চুক্তিতে চালানোর জন্য ভাড়া করে। তারপর তারা রিকশায় উঠা যাত্রীদের মধ্যে থেকে সহজ সরলদের টার্গেট করে। বিভিন্ন গল্পের ছলে যাত্রীর বিশ্বাস যোগ্যতা অর্জন করে। পরে যাত্রীদের কাছ থেকে রিকশা ভাড়া নেওয়ার সময় কৌশলে একটি বিদেশি নোট দেখিয়ে তা ভাঙিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে টাকা নিয়ে চলে যায়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।