যাত্রীর জুতার ভেতর থেকে ৪৬৪ গ্রাম সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতার ভেতর থেকে ৪৬৪ গ্রাম সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত সোনার দাম ২৪ লাখ টাকা।

মঙ্গলবার শাহজালাল বিমানবন্দরে যাত্রীর জুতার ভেতরে বিশেষভাবে লুকায়িত চারটি সোনার বার জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা জানায়, মো. আব্দুল মান্নান নামের এক যাত্রী আজ সকাল সাড়ে ১১টায় বিজি ০১২২ বিমানযোগে চট্টগ্রাম থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। যাত্রী ডোমেস্টিক পয়েন্ট পার হওয়ার পরে তার জুতার সোলের নিচ থেকে এই সোনার বারগুলো জব্দ করা হয়।

বিমানের ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে সকালে ঢাকায় আসে। ধারণা করা হচ্ছে, আকাশপথে মাস্কাট থেকে আসা কোনো যাত্রীর কাছ থেকে এই সোনা হস্তান্তর হয়েছে।