
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন,’যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন, তাদের মুভমেন্ট নিতে হবে।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আজ মঙ্গলবার দুপুরে মুভমেন্ট পাসের জন্য ওয়েবসাইটের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, অফিসিয়াল কাজ কিংবা জরুরি প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য মুভমেন্ট পাস নিতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া বন্ধ করতে এই মুভমেন্ট পাসের ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিকদের মুভমেন্ট পাস নিতে হবে না বলেও উল্লেখ করেন তিনি।
ড. বেনজীর আহমেদ বলেন, গতবছর করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে নিয়ন্ত্রণ করেছি, এবারও সেভাবে দ্বিতীয় ওয়েভ নিয়ন্ত্রণ করব। তবে অবশ্যই অপ্রয়োজনীয় চলাফেরা বন্ধ করতে হবে। অপ্রয়োজনীয় চলাফেলা বন্ধ করতে ও যাদের একান্তই বাইরে যাওয়ার প্রয়োজন হবে, তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে পুলিশ। গত বছর লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছে। এবারও গত দুদিন ধরে ঢাকা ছাড়ছেন। এগুলো ঠিক না। এগুলো নৈতিকভাবে খুবই অন্যায় কাজ।’
তিনি আরও বলেন, গতকাল বিভিন্নভাবে যারা যেখানে পৌঁছেছেন, তারা সেখানেই থাকবেন। গ্রামবাসীকে বলব, লক্ষ্য রাখবেন, যদি আক্রান্ত কেউ থাকে, তাহলে তিনি গ্রামের অন্যকেও আক্রান্ত করবে। তারা সাতদিন ঘরে থাকবে। সরকার যেভাবে বলছে, সেভাবে নির্দেশ মানবেন।