যানবাহনের চাপ শিমুলিয়া ঘাটে

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
সীমিত আকারে ফেরি চলাচল করায় শিমুলিয়া ঘাট প্রান্তে যানবাহনের চাপ তৈরি হয়েছে।

শনিবার সকাল থেকে যানবাহনের এ চাপ বাড়তে থাকে শিমুলিয়া ঘাটে।

পদ্মায় অব্যাহত নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে সীমিত আকারে ফেরি চলাচল করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম।

তিনি জানান, পদ্মায় ফেরি চলাচলের উপযোগী গভীরতা না থাকায়, ধারণক্ষমতার চেয়ে অনেক কমসংখ্যক যানবাহন নিয়ে ফেরি ছাড়তে হচ্ছে।