নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে যানবাহনে নানা ত্রুটি ও অনিয়মের কারণে ২৪ ঘণ্টায় ৬ লাখ ৬৭ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় যনবাহনে নানা ত্রুটির কারণে ৪ হাজার ৬০৪টি মামলা করা হয়।
বুধবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
জানানো হয়, মঙ্গলবার ঢাকা মহানগরীর ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। হাইড্রোলিক হর্ন, উল্টোপথে চলাচলসহ নানা অনিয়মের কারণে মামলা করা হয়। এ সময় ৪৯টি গাড়ি ডাম্পিং ও ৫২৯টি গাড়ি রেকারও করা হয়।