যানবাহনে শৃঙ্খলা রক্ষা ও চালকের লাইসেন্স পরীক্ষা করছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক আন্দোলনের সপ্তম দিনের মতো মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। অন্যান্য দিনের মতো আজও তারা সড়কে যানবাহনে শৃঙ্খলা রক্ষা ও গাড়ির রেজিস্ট্রেশন এবং চালকের লাইসেন্স পরীক্ষা করছেন। দুপুরের দিকে বাংলামোটর মোড়ে কাগজপত্র না থাকায় পুলিশের রিকুইজেশন করা সুপ্রভাত স্পেশাল নামে একটি পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ঠ-১৪-২৮৬৫) ফিরিয়ে দিয়েছে সেখানে অবস্থানরত শিক্ষাথীরা। গাড়ির রেজিস্ট্রেশন না থাকার কারণে ‘সংবাদপপত্র’ লেখা গাড়ির (ঢাকা মেট্রো চ-১৩-২০৯৯) চাবি নিয়ে যায় শিক্ষার্থীরা। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে পুলিশে দেওয়া হয়। লাইসেন্স ও কাগজের মেয়াদ শেষ হওয়ায় মোট ১৭০০ টাকার মামলা দেন কর্তব্যরত ট্রাফিক সার্জন। বাংলামোটর মোড়ের চার দিকের সিগন্যাল নিয়ন্ত্রণ করছেন ঢাকা কমার্স কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ ও উইলস লিটল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। অ্যাম্বুলেন্স ও রোগীদের গাড়ি যাওয়ার জন্য সেখানে তারা ইমার্জেন্সি লেন তৈরি করেছেন। আর পথচারীদের তুলে দেওয়া হচ্ছে ফুটওভার ব্রিজে। এ ছাড়া শিক্ষার্থীরা তাদের কর্মকাণ্ড ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে লাইভ করছেন। এদিকে সায়েন্সল্যাব থেকে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটগামী সড়কে জরুরি ছাড়া প্রায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন, সায়েন্সল্যাব-নীলক্ষেত পুরো রাস্তাজুড়ে তাদের আন্দোলন চলছে। তাই এই সড়কে জরুরি ছাড়া কোনো যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘নৌপরিবহনমন্ত্রীর পদত্যাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একইসঙ্গে তাদের ৯ দফা দাবি তুলে ধরছেন। প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় আহত হন আরো কয়েকজন শিক্ষার্থী। ঘটনাস্থলেই মারা যান ওই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম। ওই ঘটনায় জাবালে নূরের তিন গাড়ির দুই চালক ও দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। এ ঘটনায় নিহত মিমের বাবা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন।