‘যারা ৭ মার্চ ও ৭ জুন বিশ্বাস করে না তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না’

বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে কাজের মাধ্যমে আওয়ামী লীগ জবাব দেবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন আরও, যারা ৭ মার্চ ও ৭ জুন বিশ্বাস করে না তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না।

মঙ্গলবার (৭জুন) সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে ছয় দফা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের পক্ষে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় অপপ্রচার করে পদ্মা সেতুর উদ্বোধন বানচাল করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।