যারা ৭ মার্চ পালন করে না তারা স্বাধীনতায় বিশ্বাস করে না

জ‌্যেষ্ঠ প্রতিবেদক : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ‌্যানে আওয়ামী লীগের জনসভায় সূচনা বক্তব‌্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘মৌলবাদী শক্তি’কে রুখতে নেতাকর্মীদের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আগামী ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে আমাদের শপথ নিতে হবে। মৌলবাদী শক্তিকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনতে হবে। যারা ৭ মার্চ পালন করে না তারা স্বাধীনতায় বিশ্বাস করে না।’

জনসভাকে কেন্দ্র করে সৃষ্ট নাগরিক দুর্ভোগে দুঃখ প্রকাশ করে আগামীতে সকল কর্মসূচি ছুটির দিনে পালন করার প্রতিশ্রুতি দেন ওবায়দুল কাদের।

বুধবার দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভাটি শুরু হয়। বেলা ৩টার দিকে সমাবেশ মঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব‌্য রাখবেন।

জনসভা পরিচালনা করছেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেসকোর স্বীকৃতি পাওয়ার পর ৭ মার্চ উপলক্ষে এটি আওয়ামী লীগের প্রথম জনসভা।

জনসভা উপলক্ষে সকাল ৯টা থেকে ঢাকাসহ আশপাশের এলাকা থেকে জনসমাগম ঘটতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানে। শাহবাগের রূপসী বাংলা হোটেলের কাছের সিগন্যাল, কাঁটাবন মার্কেট মোড়, নীলক্ষেত মোড়, চানখাঁরপুল, জিপিও ও মৎস্য ভবন মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যানমুখী সব রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও আসছেন সোহরাওয়ার্দী উদ্যানে।