যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন পিছিয়ে দেওয়া হবে কি?

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডন হামলার পর যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন পিছিয়ে দেওয়া হবে কি হবে না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

স্থানীয় সময় শনিবার রাতের এ হামলায় সাতজন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় যুক্তরাজ্যজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

হামলার পর অধিকাংশ রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ রেখেছে। নির্বাচনী প্রচার বন্ধ রেখে প্রধানমন্ত্রী থেরেসা মে নিরাপত্তাবিষয়ক কোবরা কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেছেন।

তবে ইউকেআইপি দলের নেতা পল নাটাল জানিয়েছেন, তিনি প্রচার-প্রচারণা বন্ধ করবেন না। তার ভাষ্য, তাতে উগ্রবাদীরা যা চাইছে, তা পূরণ হবে।

৮ জুন যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসের ৬৫০ আসনে এ দিন ভোট গ্রহণ হবে।

এদিকে, লেবার পার্টির এমিলি থর্নবেরি বলেছেন, সাধারণ নির্বাচন পিছিয়ে দেওয়া ঠিক হবে না। বিবিসির অ্যান্ড্রু মারকে বলেন, তিনি একটি বিষয়ে সম্পূর্ণ সজাগ রয়েছেন, ওইসব খুনে লোকজন যুক্তরাজ্যের গণতন্ত্র ও মূল্যবোধকে অপদস্ত করতে চায়।

এমিলি থর্নবেরি বলেন, ‘সবচেয়ে বড় কথা নির্বাচন চালিয়ে যেতে হবে আমাদের। লোকজনকে বাইরে বেরিয়ে আসতে এবং ভোট দিতে হবে এবং এ প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। কারণ আমরা বিশ্বে বহুজাতির, বহু জাতীয়তার শহরের দৃষ্টান্ত। আমরা বিশ্বকে দেখাতে পারি, কীভাবে এটি সম্ভব হয়।’

এ ছাড়া লিব ডেম পার্টির নেতা সোফি রিজও চান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার মধ্য দিয়ে সবচেয়ে ভালো জবাব দেওয়ার। তবে শেষ পর্যন্ত সঠিক সময়ে নির্বাচন হয় কিনা, তা এখনো পরিষ্কার নয়।

২২ মে ও ৩ জুনের ভয়াবহ দুই হামলার পর নিরাপত্তা সংকট তৈরি হওয়া স্বাভাবিক। জনমনে ভীতি ও আতঙ্ক থাকলেও তার নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এ ছাড়া এই শঙ্কার মধ্যে ভোটকেন্দ্রের উপস্থিতি কেমন হয়, তা বিবেচনার বিষয়।