
আবারও রেকর্ডসংখ্যক করোনা শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। মহামারি শুরুর পর থেকে গেল এক দিনে সবচেয়ে বেশি সংক্রমণ দেখেছে দেশটি।
স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাজ্যে নতুন করে ৮৮ হাজার ৩৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নতুন ধরন ওমিক্রন আতঙ্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেও লকডাউনের সিদ্ধান্তের বিপক্ষে যুক্তরাজ্য প্রশাসন।
আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে যুক্তরাজ্যে করোনা শনাক্তের সংখ্যা। বৃহস্পতিবার যুক্তরাজ্যে নতুন কোরে ৮৮ হাজার ৩৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একদিন আগেও যা ছিল ৭৮ হাজার।
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে এক দিনে সর্বোচ্চ ৬৮ হাজার ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত দেশটিতে প্রায় ১ কোটি ১১ লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মহামারি শুরুর পর সংক্রমণ শনাক্তের সর্বোচ্চ সংখ্যা পৌঁছানোয় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।
এদিকে, ওমিক্রন আতঙ্কে যুক্তরাজ্যে দেশটিতে করোনার নতুন ঢেউ আঘাত হানতে পারে বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে সংক্রমণ মোকাবিলায় নতুন করে বিধিনিষেধ জারির পক্ষে নন যুক্তরাজ্যের শতাধিক আইনপ্রণেতা। এখনই লকডাউন জারির কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।