
কোভিড-১৯ সংক্রমণ রোধে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
শুক্রবার (০২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডে ভ্রমণের ক্ষেত্রে ‘রেড লিস্টে’ যুক্ত হয়েছে ফিলিপাইন, পাকিস্তান, কেনিয়া ও বাংলাদেশের নাম। করোনার নতুন ভেরিয়েন্ট নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘রেড লিস্ট’ এর ব্যাখায় বিবিসি বলছে, এর অর্থ হলো, আগামী ৯ এপ্রিল থেকে এইসব দেশ থেকে কেউ যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না।
এর আগে বৃহস্পতিবার (০১ এপ্রিল) যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপ এবং আরও ১২টি দেশ থেকে যাত্রীদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়।
বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানায়, এই নিষেধাজ্ঞা ৩রা এপ্রিল থেকে শুরু হয়ে ১৮ই এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।