আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের এক আইনপ্রণেতার বিরুদ্ধে তার স্ত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে।
জরুরি নম্বর ৯১১- এর এক কল রেকর্ডিংয়ে শোনা গেছে, ছেলে তার বাবাকে বলছে, ‘এখনই বন্ধ কর, বাবা’।
সাউথ ক্যারোলাইনা রাজ্যের আইনপ্রণেতা ক্রিস কোরলের বিরুদ্ধে স্ত্রীর প্রতি সহিংসতা ও বন্দুক তাক করার অভিযোগে মামলা হয়েছে।
সোমবার জরুরি নম্বর ৯১১-এ কলটি রেকর্ড হয়। পরে পুলিশ তা স্থানীয় গণমাধ্যমের কাছে প্রকাশ করে। উল্লেখ্য, মার্কিন নাগরিকরা জরুরি অবস্থায় সাহায্য চেয়ে ৯১১ নম্বরে ফোন করে থাকে।
৩৬ বছর বয়সি আইনপ্রণেতা কোরলি সম্প্রতি গৃহনির্যাতনের বিরুদ্ধে শাস্তি কঠোর করার আইনের পক্ষে ভোট দিয়েছেন।
আইকেন স্টান্ডার্ড সংবাদপত্রের অনলাইনে পোস্ট করা রেকর্ডিংয়ে শোনা গেছে, ‘বাবা, বন্ধ কর। এখনই বন্ধ কর…বাবা, তুমি কেন এটি করছ।’
সোমবার ৯১১ নম্বরে কল করে কোরলের শাশুড়ি অভিযোগ করেন, ‘তিনি তার স্ত্রীকে পেটান এবং নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দেন।’
কোরলে তার স্ত্রীর মুখ ও মাথায় আঘাত করেছেন। এরপর স্ত্রীর দিকে বন্দুক তাক করে হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনা তাদের আট বছর বয়সি সন্তানের সামনে ঘটেছে। এই দম্পতির তিন সন্তান রয়েছে।
কোরলে পাল্টা অভিযোগে পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রী তাকে নিয়ে সন্দেহ করে। এ নিয়ে তাদের মধ্যে বিত-ার এক পর্যায়ে তিনি বাসা থেকে বের হয়ে যেতে চাইলে তার স্ত্রী সামনে এসে দাঁড়ায় এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন তিনি।
কোরলেকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ২০ হাজার ডলার জিম্মা রেখে বের হয়ে এসেছেন তিনি। দোষী সাব্যস্ত হলে তার ১৫ বছর জেল হতে পারে।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন।