আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ‘এক চীন নীতি’ নিয়ে প্রশ্ন তুলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বাণিজ্য ও অন্যান্য বিষয়ে চীন যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় না দিলে এই নীতি রাখার কোনো প্রয়োজন নেই বলে উল্লেখ করেন তিনি।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।
১৯৭৯ সালে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র এবং চীনের সমর্থনে এখন পর্যন্ত তা বজায় রয়েছে। স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে বিচ্ছিন্ন প্রদেশ মনে করে চীন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘চীন যেহেতু বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দিচ্ছে না তাহলে কেন আমরা ওই এক চীন নীতিতে সমর্থন অব্যাহত রাখব।’
ট্রাম্প আরো বলেন, ‘চীন নিজেদের মুদ্রা ব্যবস্থা, উত্তর কোরিয়া অথবা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্রকে কোনো সহযোগিতা করছে না।’
সম্প্রতি দীর্ঘ দিনের রীতি ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। এর ফলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হয়।
এ প্রসঙ্গে ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘তাইওয়ানের নেতাকে তিনি ফোন করবেন কি না, তা বেইজিংয়ের সিদ্ধান্তের বিষয় নয়। এটি আমার ব্যাপার। আমি চাই না চীন এ ব্যাপারে নাক গলাক।’
ট্রাম্পের রোববারের মন্তব্যে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। গ্লোবাল টাইমসে এক সম্পাদকীয়তে সতর্ক করে দিয়ে বলা হয়, ‘এক চীন নীতি’ নিয়ে কোনো ধরনের বাণিজ্য হতে পারে না।