
আন্তর্জাতিক ডেস্ক : বিমানবাহী রণতরী কার্ল ভিনসনসহ যুক্তরাষ্ট্রের এক রণতরী কোরীয় উপদ্বীপ অভিমুখে যাত্রা করছে। এ নৌবহরে জ্বালানি সরবরাহের জন্য রওনা দিয়েছে আরেকটি মার্কিন জাহাজ। এই জাহাজটিকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে ইজুমো নামের জাপানের হেলিকপ্টার বহনকারী রণতরীটি। ২৪৯ মিটার দীর্ঘ ইজুমো একসঙ্গে নয়টি হেলিকপ্টার বহন করতে পারে।
নিজেদের জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি তেল সরবরাহকারী জাহাজের নিরাপত্তায় বৃহত্তম যুদ্ধজাহাজ মোতায়েন করেছে জাপান। সামরিক বাহিনীর ভূমিকা বাড়ানোর বিতর্কিত আইন পাস করার পর এই প্রথম এ ধরণের নিরাপত্তা অভিযানে বৃহত্তম জাহাজ পাঠালো দেশটি।
জাপানের বার্তা সংস্থা কিয়োদো জানিয়েছে, টোকিওর দক্ষিণের নৌঘাঁটি ইয়োকোসুকা থেকে ইজুমো রওয়ানা হয়ে যুক্তরাষ্ট্রের জাহাজটির দিকে এগিয়ে যেতে পারে। এটি শিকোকু উপকূলের জলসীমায় যুক্তরাষ্ট্রের জাহাজটিকে সঙ্গ দিবে ।
প্রসঙ্গত, উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক বোমা পরীক্ষায় প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান তাদের নিরাপত্তা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে। মিত্রদের আশ্বস্ত করতে ওই এলাকায় যৌথ মহড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে কার্ল ভিনসনসহ রণতরীর একটি বহর সেখানে পাঠিয়েছে দেশটি।