যুক্তরাষ্ট্রের ডুবো-ড্রোন (আন্ডারওয়াটার ড্রোন) ফেরত

আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে জব্দ করা যুক্তরাষ্ট্রের ডুবো-ড্রোন (আন্ডারওয়াটার ড্রোন) ফেরত দিয়েছে চীন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে বলে বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার জানানো হয়েছে।

ডুবো-ড্রোনটি যেখান থেকে জব্দ করেছিল চীন, তার কাছে সুবিক বের উত্তর-পশ্চিমে ৯২ কিলোমিটার দূরে ড্রোনটি যুক্তরাষ্ট্রের কাছে ফেরত দেওয়া হয়।

এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে, যেখানে আন্তর্জানিতক আইন অনুমোদন করে, সেখানে যুক্তরাষ্ট্রের বিমান উড়বে, জাহাজ চলবে এবং কার্যক্রম পরিচালনা করবে।

বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে মার্কিন ডুবো-ড্রোনটি জব্দ করে চীনের একটি জাহাজ। গত কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন এ ধরনের পদক্ষেপ নেয়নি।

মঙ্গলবার এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশ বন্ধুত্বপূর্ণ আলাপ-আলোচনার মাধ্যমে কোনো ঝঞ্ঝাট ছাড়াই দিবালোকে যুক্তরাষ্ট্রের কাছে ড্রোনটি হস্তান্তর করেছে।

এর আগে পেন্টাগন দাবি করে, সাগরে বৈজ্ঞানিক গবেষণায় নিয়োজিত থাকা অবস্থায় ড্রোনটি জব্দ করে চীন। ড্রোনটি নাম মনুষ্যবিহীন ডুবোযান (ইউইউভি)।

তবে সবশেষ বিবৃতিতে পেন্টাগন দাবি করেছে, ড্রোন জব্দ করার বিষয়টি আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং সাগরে নৌবাহিনীগুলোর মধ্যকার আচরণবিধির পরিপন্থি। যে কারণে এ বিষয়ে তদন্ত অব্যাহত রাখতে পারে যুক্তরাষ্ট্র।

ডুবো-ড্রোন জব্দ নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উত্তেজনা বেড়ে যায়। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে মোটেও ভালোভবে নেননি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ড্রোন ফেরত দিতে হবে না। এটি তারাই রাখুক।

সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্প সরাসরি ফোনে কথা বলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চীন। কূটনৈতিক সম্পর্কের চুক্তি অনুযায়ী, তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ রাখতে পারে না, যা মানেননি ট্রাম্প। চীনের ‘এক দেশ নীতি’ সমর্থন করে যুক্তরাষ্ট্র।

তাইওয়ান আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশ নয়। চীন দাবি করে, এটি তাদের সার্বভৌমত্বের অংশ। কিন্তু তাইওয়ান নিজেদের স্বাধীন দেশ দাবি করে। এই অবস্থায় ক্ষমতা গ্রহণের আগেই ট্রাম্প তাইওয়ানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করলে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় চীন। এ নিয়ে কূটনৈতিক টানাপোড়েন চলার মধ্যেই দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের ডুবো-ড্রোন জব্দ করে চীনের নৌবাহিনীর একটি জাহাজ।