
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কখনোই রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহার করা হয়নি বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ নিয়ে দেশে ও বিদেশে অপপ্রচার চলছে।
বৃহস্পতিবার (৩ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ সব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের গুঞ্জন উড়িয়ে দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষ দমনে র্যাবকে কখনোই ব্যবহার করা হয়নি।
এ সময় উঠে আসে ইকরাম হত্যার বিষয়টিও। এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সে আওয়ামী লীগ করতো।আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে ছিল বা সদস্য ছিল এমন একাধিক ব্যক্তিও মাদক বা অন্যান্য অপরাধে জড়িত। তাদের ধরতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এটা মোটেও সত্য নয় যে, র্যাবকে ব্যবহার করা হয়েছে বিরোধী দল দমনে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি, আমরা যে আচরণ করেছি আমি মনে করি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাড়ার সম্ভাবনা নেই। অনেক উড়ো খবর বেরিয়েছে যে আরও কিছু বাড়তি মানুষ, বাড়তি সংস্থা অন্যদিকে যাবে এটাও আমি উড়িয়ে দিতে চাই।
র্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকারের করণীয় নিয়েও আভাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাহরিয়ার আলম বলেন, র্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমাদের অবশ্যই একটি বিদেশি ‘ল’ ফার্মকে নিযুক্ত করতে হবে।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্রে লবিস্টের নিয়োগের ক্ষেত্রে বিএনপির মতো সরকার কোনো লুকোছাপা করবে না বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমরা কখনো লবিস্ট নিয়োগ করলে বিএনপির মতো গোপনে করব না। সেখানে অবৈধ টাকার ব্যবহার হবে না। জনগণের ট্যাক্সের টাকা সেখানে ব্যবহার করা হবে। সুতরাং জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকবে। গোপন কোনো এজেন্ডা থাকবে না। যা কিছু করা হবে তা জনগণের স্বার্থরক্ষার জন্যই করা হবে।
শাহরিয়ার আলম বলেন, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত আমাদের জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের যে সদস্য নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন, সেটি তার ব্যক্তিগত মতামত। যুক্তরাষ্ট্র যখন র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তখন থেকেই আমরা এ নিয়ে কাজ করছি বলে জানান তিনি।