যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নারী সহকর্মীদের নগ্ন অনলাইনে শেয়ার নিয়ে ছবি তদন্ত করার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদস্যরা তাদের নারী সহকর্মীদের নগ্ন ছবি অনলাইনে ব্যাপকভাবে শেয়ার করে বলে যে অভিযোগ উঠেছে তা তদন্ত করার ঘোষণা দিয়েছে পেন্টাগন। শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী জেমসি মাট্টিস এ ঘোষণা দিয়েছেন।

গত সপ্তাহে প্রকাশিত মার্কিন নৌবাহিনীর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর সব বিভাগের সদস্যরা তাদের নারী সহকর্মীদের নগ্নছবি অনলাইনে ব্যাপকভাবে শেয়ার করে। এদের মধ্যে বর্তমান ও সাবেক উভয় সেনাসদস্যই রয়েছে। বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছিল, নারী সহকর্মীদের নগ্ন ছবি শেয়ার করতে পুরুষ সেনাসদস্যরা বেনামে ছবি জমা করার ওয়েবসাইট ‘অ্যানন-আইবি’তে একটি ম্যাসেজ বোর্ড ব্যবহার করে। বেশিরভাগ ক্ষেত্রে তারা প্রথমে নারী সেনাসদস্যদের অনলাইন পাতা থেকে ছবি নিয়ে ম্যাসেজ বোর্ডে পোস্ট করে এবং অন্যদের জিজ্ঞাসা করে, তাদের কাছে ওই নারী সেনার কোনো নগ্ন ছবি আছে কিনা। তাদের ভাষায় যেটা ‘উইনস’। এক নারী মেরিন সেনার ছবি পোস্ট করার পরই পুরো বিষয়টি ফাঁস হয়ে যায়।

শীর্ষ মেরিন কর্মকর্তা জেনারেল রবার্ট নেলার জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ১০ জন নারী মেরিন সেনা আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তদন্তে সহযোগিতা করতে আরো নারী মেরিন সেনা এগিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যৌন হয়রানি ও উত্যাক্ত বন্ধে এবং এটি মোকাবেলায় একটি নীতি নির্ধারণী নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আগামী সপ্তাহে সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিতে শুনানি হবে।