
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের গত ১৬ বছরের ইতিহাসে সিনেটের সবচেয়ে কম সমর্থন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী হলেন রেক্স টিলারসন।
প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার দুই মেয়াদে দুজন এবং প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দুই মেয়াদে দুজন পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করেন। দুই প্রেসিডেন্টের ১৬ বছরের শাসনে যে চারজন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাদের পক্ষে সিনেটের ব্যাপক সমর্থন ছিল।
প্রথম মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওবামার অনুমোদন পান হিলারি ক্লিনটন। পররাষ্ট্রমন্ত্রীর পদে নিয়োগ চূড়ান্তে সিনেটে ভোট হয়। তার পক্ষে ৯৪টি ভোট পড়ে এবং বিপক্ষে পড়ে মাত্র দুটি ভোট।
দ্বিতীয় মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওবামার অনুমোদন পান জন কেরি। ৯৪-৩ ভোটে তার নিয়োগ চূড়ান্ত হয়। রেক্স টিলারসনের শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কেরির মেয়াদ শেষ হলো।
জর্জ ডব্লিউ বুশের প্রথম মেয়াদে অনুমোদন পান কলিন পাওয়েল। ২০০১ সালের ২০ জানুয়ারি থেকে ২০০৫ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। সিনেটে কণ্ঠভোটে তার নিয়োগ চূড়ান্ত হয়। অর্থাৎ ভোটাভুটির প্রয়োজন পড়েনি।
জর্জ ডব্লিউ বুশের দ্বিতীয় মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী পদে সিনেটে ৮৫-১৩ ভোটে কন্ডোলিৎসা রাইসের নিয়োগ চূড়ান্ত হয়। অর্থাৎ বিগত চার মেয়াদের চার পররাষ্ট্রমন্ত্রীর নিয়োগ চূড়ান্ত করতে সিনেটের আস্থার ঘাটতি ছিল না বলা যায়।
কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রেক্স টিলারসনের নিয়োগ চূড়ান্ত করতে সিনেটের ঘাম ছুটেছে। তাকে নিয়ে দীর্ঘ সময় শুনানি হয়েছে। তার রাজনৈতিক ও কূটনৈতিক অভিজ্ঞতা নেই। যে কারণে সংশয় তৈরি হয়- তিনি এই গুরুদায়িত্ব পালনে কতটা সফল হবেন!
শপথ গ্রহণের পর টিলারসন তার বক্তব্যে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের হয়ে আমেরিকার জনগণের স্বার্থের জন্য সব সময় কাজ করবেন তিনি।
তাই যদি হয়, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে যে সাত মুসলিমপ্রধান দেশের শরণার্থী প্রবেশ ও এসব দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন, তা মোকাবিলায় কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে টিলারসনকে।
প্রেসিডেন্ট ট্রাম্প যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন, তার বিরুদ্ধে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের ১ হাজার কর্মকর্তা একটি স্মারকে স্বাক্ষর করেছেন। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত সাতটি দেশ ও বিক্ষুব্ধ ইউরোপীয় নেতাদের সঙ্গে সমঝোতায় কাজ করতে হবে টিলারসনকে।
ট্রাম্পের যুক্তরাজ্য সফর নিয়ে সৃষ্ট সংকট এবং মেক্সিকোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করতে হবে টিলারসনকে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ট্রাম্পের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন। অপরদিকে, মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন।
বুধবার যুক্তরাষ্ট্রের সিনেট ট্রেজারি মন্ত্রীর পদে স্টিভেন মুচিন ও স্বাস্থ্য ও মানবাধিকার সেবামন্ত্রীর পদে টম প্রাইসের নিয়োগ চূড়ান্ত করেছে।