
যুক্তরাষ্ট্রের পরিবর্তে ভারতে তৈরি হলে আইফোনে ২৫% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৩ মে) ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
এছাড়াও স্যামসাংয়ের স্মার্টফোনের উপর ২৫% শুল্ক আরোপ করা হবে জানিয়েছেন তিনি। এই ঘোষণার পরেই অ্যাপলের শেয়ার মূল্য প্রায় ৭০ বিলিয়ন ডলার (৫২ বিলিয়ন পাউন্ড) কমে গেছে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে বলেন, ‘আমি বহু আগেই অ্যাপলের সিইও টিম কুককে জানিয়েছি যে, যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া আইফোন অবশ্যই আমেরিকাতেই তৈরি করতে হবে—ভারত বা অন্য কোথাও নয়। যদি তারা তা না করে, তাহলে অ্যাপলকে অন্তত ২৫% শুল্ক দিতে হবে।’
তার এই মন্তব্যের পর অ্যাপলের শেয়ার মূল্য ২.৬% কমে যায়, যার ফলে কোম্পানির মূল্য ৩ ট্রিলিয়ন ডলারের নিচে নেমে আসে।
শুক্রবার (২৩ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলোচনায় ট্রাম্প বলেন, তিনি স্যামসাং এবং অন্য যেকোনো ফোন প্রস্তুতকারক কোম্পানির উপরও একই শুল্ক আরোপ করবেন যদি তারা যুক্তরাষ্ট্রের বাইরে ফোন তৈরি করে। তিনি বলেন, ‘এটি ন্যায্য হবে না। যদি তারা এখানে (যুক্তরাষ্ট্রে) কারখানা তৈরি করে, তাহলে কোনো শুল্ক দিতে হবে না। সুতরাং, তাদের এখানেই কারখানা তৈরি করতে হবে।’
আইফোন উৎপাদনে গত পাঁচ বছরে একচেটিয়া নেতৃত্ব দিয়েছে ভারত। গত অর্থবছরে প্রায় ২২ বিলিয়ন ডলার মূল্যের আইফোন তৈরি করেছে দেশটি। যা আগের বছরের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি। এক্ষেত্রে ভারতকেই উৎপাদনের কেন্দ্র হিসেবে গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক ওই কোম্পানি।
গত মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উপর ট্রাম্পের শুল্ক আরোপের ফলে সরবরাহ-চেইনে উদ্বেগ দেখা দেয়। এতে আইফোনের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে ভারতকে নিজেদের বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে অ্যাপল।