যুক্তরাষ্ট্রের বাইরেও ছড়িয়ে পড়েছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

রোববার পঞ্চম দিনে বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও ফিলাডেলফিয়াসহ একাধিক শহরে। যুক্তরাষ্ট্রের বাইরে মেক্সিকো ও জার্মানিতেও বিক্ষোভ হয়েছে।

এর আগে শনিবার পোর্টল্যান্ডে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সহিংস রুপ নেয়। পুলিশ জানিয়েছে, শহরের রাস্তা খালি করে না দেওয়াসহ বেশ কিছু আইন ভঙ্গ করায় অনেককে আটক করা হয়েছে। বিকেলে পুলিশকে লক্ষ্য করে বোতল ছুঁড়ে মেরেছে বিক্ষোভকারীরা। এসময় তারা রাস্তায় আগুন জ্বালায়। এখান থেকে ৭১জনকে আটক করা হয়েছে। এদের সবার বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে। এছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এক ব্যক্তি গুলিতে আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে।

 

সিবিএস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি দায়িত্ব নেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রে থাকা প্রায় ৩০ লাখ অবৈধ অভিবাসীকে হয় দেশছাড়া করবেন, নতুবা জেলে ঢোকাবেন। রোববার সাক্ষাৎকারটির চুম্বক অংশ প্রকাশিত হওয়ার পর ট্রাম্পবিরোধী বিক্ষোভ নতুন করে তেতে ওঠে। এর আগে নির্বাচনী প্রচারণার সময়ও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

রোববার ম্যানহাটনে অভিবাসী , তাদের পরামর্শক ও অন্যান্যরা ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। আয়োজকরা ইংরেজি ও স্প্যানিশে লেখা প্ল্যাকার্ড বহন করছিল। এতে লেখা ছিল, ‘ঘৃণা আমাদের মহৎ করতে পারে না,’‘আমরা এখানে থাকতে এসেছি।’ এক হাজারেরও বেশি লোক এ বিক্ষোভে অংশ নেয়।

রোববার লস অ্যাঞ্জেলস,সান ফ্রান্সিসকো, ফিলাডেলফিয়া ও অন্যান্য শহরেও বিক্ষোভ হয়েছে। কয়েক শতাধিক বিক্ষোভকারী ফিলাডেলফিয়া সিটি হল পর্যন্ত যায়। পরে তারা সেখান থেকে ইন্ডিপেনডেন্স মল পর্যন্ত বিক্ষোভ র‌্যালি করে। এসময় তারা ‘ডোনাল্ড ট্রাম্পকে বিদায় নিতে হবে’, ‘গণতন্ত্রের চেহারাটাই এমন’ ইত্যাদি শ্লোগান দেয়।

us3  us2

লস অ্যাঞ্জেলসে কয়েক শতাধিক লোক সিএনএন সদর দপ্তরের বাইরে জমা হয়। অনেকে শিশুসহ এ বিক্ষোভে অংশ নেয়। রাতে সানফ্রান্সিসকো প্রধান সড়কে বিক্ষোভকারীরা বসে পড়ে। এসময় সড়কটিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ক্যালিফোর্নিয়ার কয়েকটি জায়গায় পৃথক বিক্ষোভ হয়েছে।সাকরামেন্টো এলাকায় বিক্ষোভ করেছে প্রায় ৮০০ লোক। আর অকল্যান্ড লেক মেরিট এলাকায় মানববন্ধন করেছে কয়েক হাজার লোক।

অরিগনে বিকেলে প্রথম দফা বিক্ষোভ শেষে রাতে ফের পোর্টল্যান্ড এলাকায় বিক্ষোভ হয়েছে। টেলিভিশনে পাওয়া ফুটেজে দেখা গেছে, ডাউন টাউনের সড়কগুলোতে একাধিক বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করেছে।

তবে রোববার প্রথমবারের মতো আমেরিকার বাইরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছে। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে বিক্ষোভকারীরা জড়ো হয়ে ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করেছে। জার্মানির বার্লিনে মার্কিন দূতাবাসের কাছে ব্রান্ডেনবার্গ গেটে প্রায় ৩০০ লোক ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে।