আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটসকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অভিবাসন নিষিদ্ধকরণ বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় স্যালি ইয়েটসকে বরখাস্ত করা হয়েছে। স্যালি যুক্তরাষ্ট্রের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে নিয়োগ পেয়েছিলেন। গত ২০ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব গ্রহণ করলে তিনি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্যালি আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অভিবাসন নিয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ বাস্তবায়ন না করতে বলেছিলেন।
এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, স্যালি ইয়েটস তার দায়িত্বের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন।
ভার্জিনিয়ার পূর্বাঞ্চলের অ্যাটর্নি জেনারেল ডানা বোয়েন্তেকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ট্রাম্প সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন। তার এ সিদ্ধান্ত দেশে-বিদেশে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।
ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে এক চিঠিতে স্যালি ইয়েটস জানিয়েছিলেন, তিনি মনে করেন না প্রেসিডেন্টের আদেশ আইনসিদ্ধ।
তিনি চিঠিতে বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমি অ্যাটর্নি জেনারেল আছি, আইন মন্ত্রণালয় ওই আদেশের পক্ষে কোনো যুক্তিতর্ক উপস্থাপন করবে না।’