আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সম্পর্ক ঝালাই করতে চায় রাশিয়া। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে মস্কোর সম্পর্ক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের চাইতে ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
ইতালির সংবাদমাধ্যম কুরিয়ার ডেলা সেরাকে দেয়া সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ‘আমরা আস্থাশীল যে, বিদায় নিতে যাওয়া প্রশাসন স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক ধ্বংস করে যে ভুল করেছে নতুন প্রশাসন তা করবে না।’
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যাপক প্রশংসা করেছেন। তিনি ক্ষমতায় এলে রাশিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানোর কথাও বলেছিলেন।
ল্যাভরভ বলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতার যে আগ্রহ প্রকাশ করেছেন স্বাভাবিকভাবে আমরা একে ইতিবাচক হিসেবেই স্বাগত জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে আমরা সবসময় দ্বিপাক্ষিক ও বৈশ্বিক বিষয়ে সৎ ও প্রায়োগিক আলোচনার জন্য প্রস্তুত।’
এদিকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্টেট অব দি ইউনিয়নের ভাষনেও যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে মস্কোর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি বলেছেন, ‘আমরা কারো সঙ্গে বিবাদ চাই না। আমাদের এর প্রয়োজন নাই। আমরা কখনো শত্রুতা চাইনি এবং চাই না। আমাদের বন্ধু প্রয়োজন।’