যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক উদ্বেগ কমানোর চেষ্টা ইরানের

ইরানের অনেক রাজনীতিবিদ ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আমেরিকার সাথে আলোচনা শুরু করার জন্য সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের কাছ থেকে অনুমোদন পেয়েছেন। অনেকগুলো বিষয়ের মধ্যে প্রাধান্য পাচ্ছে ‘পারমাণবিক উদ্বেগ’ নিয়ে সমঝোতা করা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির ‘সর্বোচ্চ’ কর্তৃপক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি যে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি বা আঞ্চলিক দেশগুলোতে তেহরানের হস্তক্ষেপের মতো অন্যান্য বিতর্কিত বিষয়গুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার অনুমোদন দিয়েছেন।

মধ্যপ্রাচ্যে ক্রমান্বয়ে প্রভাব হারাতে থাকা দেশ ইরান। ট্রাম্পের প্রত্যাবর্তনে দেশটি চাইছে পশ্চিমাদের সঙ্গে কিছুটা নমনীয় হতে।

বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে পশ্চিমাদের কাছে এমনই এক সমঝোতা বার্তা দেয়ার চেষ্টা করেছেন ইরানের স্ট্রাটেজিক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ। পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করে এ নিয়ে বিষদ আলোচনার প্রস্তাব দিয়েছেন ওই কর্মকর্তা। তবে এখন প্রশ্ন হচ্ছে এ বিষয়ে কতটা আগ্রহ দেখাবে ট্রাম্প প্রশাসন।