
আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘদিন শীর্ষ পর্যায়ে অবস্থানের পর গত কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের চেয়ে তুলনামূলক অনেক কম।
শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন করে মৃতের সংখ্যা ৪শ’র নিচে নেমে এসেছে।
সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স জানায়, আগের ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় নতুন করে ৩৮৫ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন মৃত্যু হয় ৩৮২ জনের।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মার্চ মাসের পর এটিই একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় সর্বনিম্ন মৃত্যু। এ সপ্তাহের শুরুতেই দেশটিতে করোনার প্রকোপ অনেকটা কমে আসতে শুরু করে।
করোনায় সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ভুক্তভোগী দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২১ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজারেরও বেশি মানুষের।