যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বন্দুকধারীসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের একটি পেট্রোল স্টেশনে এক পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (১৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। সোমবার (১৬ মার্চ) দেশটির পুলিশ প্রধান পল উইলিয়ামস বিষয়টি জানান।
পল উইলিয়ামস জানান, গুলিতে নিহত পাঁচজনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।