যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৮ জন নিহত

যুক্তরাষ্ট্রের এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৮ জন নিহত হয়েছে। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে তিনটি বডি মাসাজ পার্লারে হামলা চালায় এক বন্দুকধারী।

এই হামলায় আরও ৫ জন আহত হয়েছেন বলে রয়টার্স সূত্রে জানা গেছে। যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) এশিয়ান নাগরিকদের মালিকানাধীন ৩টি মাসাজ পার্লারে গুলি চালানো হয়। নিহতের মধ্যে ছয়জন এশিয়ান নারী রয়েছেন। প্রায় এক ঘণ্টা পর অভিযুক্ত ২১ বছর বয়সী এক যুবককে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ডাকাতি হচ্ছে এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। প্রথম গুলিবর্ষণের ঘটনার এক ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ৩০ মাইল দূরে আরেকটি মাসাজ পার্লারে দ্বিতীয় গুলির ঘটনা ঘটে।