
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের বাইরে একটি অনুষ্ঠান চলাকালে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এক ইসরায়েলি দম্পতি নিহত হয়েছে। তারা দুজনই ইসরায়েলি দূতাবাসে কাজ করতেন। এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। খবর সিএনএন, বিবিসি ও রয়টার্স’র।
বুধবার (২১ মে) এই ঘটনা ঘটে। নিহত দুজন স্বামী-স্ত্রী। তাদের নাম ইয়ারন লিশিনস্কি এবং সারাহ মিলগ্রাম। এই ঘটনাকে ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত।
ওয়াশিংটন ক্যাপিটাল টেরিটরি পুলিশের প্রধান পামেলা স্মিথ জানান, অনুষ্ঠান শুরুর বেশ কিছুক্ষণ আগে থেকেই জাদুঘরের বাইরে এক ব্যক্তি হাঁটাহাঁটি করছিলেন। সন্দেহভাজন হিসেবে ওই ব্যক্তিকে পরে আটক করা হয়েছে। পুলিশের হেফাজতে নেয়ার সময় ওই ব্যক্তি ‘ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন’— বলে স্লোগান দিয়েছেন।
https://x.com/Sec_Noem/status/1925390666441314737?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1925390666441314737%7Ctwgr%5E62c571517c8ef7c0d8eed8644e2daf37083c83e3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fjamuna.tv%2Fnews%2F613931
পুলিশ প্রধান আরও বলেন, সন্দেহভাজন ব্যক্তির নাম এলিয়াস রদ্রিগেজ (৩০)। সে শিকাগোর বাসিন্দা। তাকে চারজনের একটি দলের সঙ্গে ঘুরতে দেখা যাচ্ছিল।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম তার এক্স হ্যান্ডেলে লেখেন, আমরা সক্রিয়ভাবে ঘটনার তদন্ত করছি এবং শিগগিরই আরও তথ্য জানাব। আমরা হামলাকারীকে অবশ্যই বিচারের আওতায় আনব।
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এ ঘটনাকে ‘একটি হীন ও ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন। বলেন, কূটনীতিকের পাশাপাশি ইহুদি সম্প্রদায়ের ওপর হামলা চরম মাত্রা অতিক্রম করেছে। আমরা নিশ্চিত, মার্কিন কর্তৃপক্ষ এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেবে।
এ ঘটনায় শোক বিবৃতি দিয়েছে ইসরায়েলি দূতাবাস। এক বিবৃতিতে বলা হয়, এই ভয়াবহ ক্ষতির জন্য আমাদের শোক এবং আতঙ্কের গভীরতা ভাষায় প্রকাশ করা যাবে না। দূতাবাস এই কঠিন সময়ে নিহত যুগলের পরিবারের পাশে রয়েছে।