যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত অ্যাটর্নিকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাউথ ডিস্ট্রিক্ট নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল ভারতীয় বংশোদ্ভূত প্রিট ভারারাকে বহিষ্কার করা হয়েছে।

পদত্যাগ করতে বলা হলেও তিনি না করায় শনিবার তাকে বহিষ্কার করে ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ।

ওবামার আমলে নিয়োগ পাওয়া ৪৫ জন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির একটি তালিকা শুক্রবার প্রকাশ করে বিচার বিভাগ। তালিকায় থাকা সবাইকে পদত্যাগ করতে বলা হয়।

যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অ্যাটর্নিরা কেন্দ্রীয় আইন বিভাগের অধীনে প্রেসিডেন্টের মাধ্যমে নিযুক্ত হন। নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় এলে প্রশাসন ঢেলে সাজাতে পূর্বসূরির নিয়োগ করা কর্মকর্তাদের ছেঁটে ফেলানো হয়।

স্থানীয় সময় শনিবার এক টুইটে ভারারা বলেন, ‘আমি পদত্যাগ করিনি। কয়েক মুহূর্ত আগে আমাকে বহিষ্কার করা হয়েছে।’

তবে নির্বাচনে জয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ভারারা। সে সময় ভারারাকে স্বপদে বহাল থাকার কথা বলেন ট্রাম্প। কিন্তু শুক্রবার পদত্যাগ করতে বলে ডিস্ট্রিক্ট অ্যাটর্নিদের যে তালিকা প্রকাশ করা হয়, তাতে ভারারার নামও ছিল।

বহিষ্কার করার পর ভারারা আরেক টুইটে বলেন, ‘সাউথ ডিস্ট্রিক্ট নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল হওয়া আমার পেশাজীবনের সর্বোচ্চ সম্মান হয়ে থাকবে।’