আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে শত শত অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
গত সপ্তাহজুড়ে দেশটির অন্তত চারটি প্রধান শহর থেকে কয়েক শ অভিবাসীকে আটক করার পর অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আতঙ্ক ও সংশয় সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রবেশে সাত মুসলিমপ্রধান দেশের বিরুদ্ধে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পর গ্রেপ্তার এড়াতে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে সীমান্ত পার হয়ে কানাডায় পাড়ি জমাচ্ছেন অভিবাসীরা।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চালাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় ‘প্রত্যর্পণ বাহিনী’ গঠনের হুমকি দেন। এ বাহিনী মূলত যেসব অভিবাসীদের যুক্তরাষ্ট্রে থাকার বৈধ কাগজপত্র নেই, তাদের আটক করে দেশে পাঠানোর কাজ করবে।
তবে কেন্দ্রীয় সংস্থাগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ অভিবাসীবিরোধী অভিযান পরিচালনায় তারা মৌলিক কার্যক্রমে কোনো পরিবর্তন আনেননি। তল্লাশি চৌকিগুলোতে হরহামেশাই লোকজনকে আটকাচ্ছেন না তারা। অথবা যেসব এলাকায় অভিবাসীদের সংখ্যা বেশি সেসব স্থান বেছে বেছে অভিযান চালাচ্ছেন না। তারা নিয়মিত অভিযান চালাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্সি গত সপ্তাহে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও আটলান্টায় অভিযান চালিয়ে কয়েক শ অভিবাসীকে আটক করেছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যুক্তরাষ্ট্র অফিস জানিয়েছে, অভিযান কার্যক্রম মানবাধিকারের জন্য গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। কংগ্রেসনাল হিস্পানিক কংগ্রেসের সদস্যরা শিগগিরই এ বিষয়ে আইসিই-এর প্রধান থমাস হোমানের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন।
থমাস হোমানকে পাঠানো এক চিঠিতে আইনপ্রণেতারা দাবি করেছেন, এই অভিযান অভিবাসী সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। অনেকে ভয় করছেন, ট্রাম্পের প্রতিশ্রুত ‘প্রত্যর্পণ বাহিনী’ পুরোদমে কাজে লেগে পড়েছে।