আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিগোষ্ঠী আইএসের হয়ে এক মার্কিন সেনা সদস্যকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে।
নিলাশ মোহাম্মদ (২৪) নামে ওই যুবক ১৯৯৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বাস করছেন। সেখানকার নাগরিকত্বও পেয়েছেন তিনি।
মার্কিন বিচার বিভাগ জানায়, প্রিন্স জর্জ কাউন্টি এলাকার এক সেনাসদস্যকে হত্যার ষড়যন্ত্র করছিলেন নিলাশ। এ অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে এফবিআই।
সোমবার তাকে মেরিল্যান্ডের আদালতে হাজির করার পর বিচারক পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাকে আটক রাখার নির্দেশ দিয়েছেন।
আগামী বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি হবে। দোষী সাব্যস্ত হলে তার ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
বিচার বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক বছর আগে নিলাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএসকে সমর্থনের কথা জানান।