যুক্তরাষ্ট্র থেকে নথিপত্রে স্বাক্ষর করছেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে সেখান থেকে তিনি জরুরি ও গুরুত্বপূর্ণ নথিপত্রে স্বাক্ষর করছেন।

রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এতথ্য জানানো হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বলেন, ইতোমধ্যে তিনি জেলা পরিষদ নির্বাচন বিধিমালা, সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও পল্লী সঞ্চয় ব্যাংক অধ্যাদেশ সংক্রান্ত নথিপত্রে স্বাক্ষর করেছেন। এ ছাড়া তিনি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেছেন।

আইনমন্ত্রী তার ছোট ভাইয়ের চিকিৎসার জন্য ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আগামী ২০ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।